রমজান মাসে স্ত্রী সহবাস নিয়ে হাদিস কি বলেছে

  

রমজান মাসে স্ত্রী সহবাস নিয়ে হাদিস কি বলেছে, এই বিষয়ে অনেকেরই প্রশ্ন। অনেকেই এই বিষয়ে জানে না। কিন্তু একজন বিবাহিত পুরুষের এবং নারীর এই বিষয় গুলো সম্পর্কে জানা অতি প্রয়োজনীয়।

রমজান-মাসে-স্ত্রী-সহবাস-নিয়ে-হাদিস-কি-বলেছে
আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব এই বিষয়ে। তাই সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। অনেকেই রমজান মাসে স্ত্রী সহবাস করেন। আসলে রমজান মাসে কি স্ত্রী সহবাস করা যাবে নাকি যাবে না চলুন দেখি।

পোস্ট সূচিপত্রঃ রমজান মাসে স্ত্রী সহবাস নিয়ে হাদিস কি বলেছে 

রমজান মাসে স্ত্রী সহবাস নিয়ে হাদিস কি বলেছে 

রমজান মাসে স্ত্রী সহবাস নিয়ে হাদিস কি বলেছে, সকল বিবাহিত নারী- পুরুষের জন্য এটা জানা অত্যন্ত জরুরী। এই বিষয়ে সঠিক ভাবে না জানার কারনে অনেকেই অনেক ভুল করে বসে। এবং নানা রকম চিন্তায় পড়ে যায়। আপনাদের সকল চিন্তার অবসান আছে আমাদের আজকের এই আর্টিকেলে। তাই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। 

রমজান মাসে স্ত্রী সহবাস নিয়ে আল্লাহ্‌ তায়ালা পবিত্র কোরআনে এরশাদ করেছেন যে, সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে। তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ। আল্লাহ্‌ জেনেছেন যে, তোমরা নিজেদের সঙ্গে খিয়ানত করছিলে। অতঃপর তিনি তোমাদের তাওবা কবুল করেছেন এবং তোমাদের ক্ষমা করেছেন। অতএব, এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ্‌ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন, তা অনুসন্ধান করো। (সুরা বাকারা, আয়াত ঃ ১৮৭)

আরো পড়ুনঃ ঈদের দিনে করনীয় ও বর্জনীয় কাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য 

আল্লাহ্‌ তায়ালা উক্ত আয়াতে বলেছেন রমজান মাসে ইফতারির পর থেকে সেহরির আগে পর্যন্ত স্ত্রী সহবাস হালাল করেছেন। তবে রমজান মাসে সহবাস করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। কারন রমজান মাসে যদি দিনের বেলায় রোজা অবস্থায় সহবাস করে তাহলে তার উপর নিম্ন লিখিত বিষয়গুলো বর্তাবে।

  • সে গুনাহগার হবে।
  • তার সেদিনের রোজা নষ্ট হয়ে যাবে।
  • সেদিনের বাকি অংশ পানাহার এবং যৌন মিলন থেকে বিরত থাকতে হবে।
  • সেদিনের রোজা কাজা করা ওয়াজিব হবে।

স্ত্রী সহবাসের দোয়া 

রমজান মাসে হোক বা এমনি যে কোন মাসে হোক স্ত্রী সহবাস করতে হলে একটি দোয়া পড়া অনেক গুরুত্বপূর্ণ। কারন স্বামী- স্ত্রীর সহবাস একটি হালাল সহবাস তাই সহবাসের সময় শয়তানের কবল থেকে বাচার জন্য দোয়া পড়া জরুরী। স্ত্রী সহবাসের সময় দোয়া পড়া সুন্নত। 

দোয়াটির বাংলা উচ্চারনঃ বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শায়তানা, ওয়া জান্নিবিনাশ শায়তানা মা রাজাক্কতানা। 

অর্থঃ হে আল্লাহ্‌! তোমার নামে আরম্ভ করছি। তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখো। আমাদের যে সন্তান দান করবে (এ মিলনের ফলে) - তা থেকেও শয়তানকে দূরে রাখো। 

 ফরজ গোসলের আগে সাহরি খাওয়া যাবে?

রমজান মাসে স্ত্রী সহবাস নিয়ে হাদিস কি বলেছে, এই বিষয়ে জানতে গেলে আপনাদের অবশই ফরজ গোসলের আগে সাহরি খাওয়া যাবে কি না এই বিষয়ে জানতে হবে। এখন আমি আপনাদের সাথে আলোচনা করবো এই বিষয়ে। বলা হয়েছে যদি কোনো ব্যাক্তির ওপর গোসল ফরজ হয়, এবং সে গোসল না করে সাহরি করে তাহলে এতে তার রোজার কোন সমস্যা হবে না। 

তবে খেয়াল রাখতে হবে সাহরি খাওয়ার আগে গোসল ফরজ হলে সাহরি খাওয়া যাবে কিন্তু ফরজ নামাজের আগে গোসল করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। রোজা রাখা অবস্থায় ফরজ গোসল করার আলাদা কোনো নিয়ম নেই একই নিয়ম। তবে রোজা অবস্থায় ফরজ গোসল করতে গেলে গড় গড়া করে কুলি করা থেকে বিরত থাকতে হবে। আপনি এমনিতেই তিন বার কুলি করে নিবেন।

 উম্মুল মুমিনিন আয়েশা (রা.) বর্ণিত হাদিসে বর্ণনা করেছেন যে, রমজান মাসে স্বপ্ন দোষ ছাড়াই অপবিত্র অবস্থায় (অতএব স্ত্রী সহবাসের মাধ্যমে নাপাক অবস্থায়) রাসুল (সা.) এর ফরজ হয়ে যেত। অতঃপর তিনি গোসল করে রোজা রাখতেন। (সহিহ বুখারি, হাদিস ঃ ১৮২৯; মুসলিম, হাদিস ঃ ১১০৯) 

রাসুল (সা.) - এর আর একজন স্ত্রী এবং উম্মুল মুমিনিন উম্মে সালামা (রা.) বর্ণনা করেন যে, সহবাসের ফলে নাপাকি অবস্থায় রাসুল (সা.) ফজর করে ফেলতেন। অতঃপর গোসল করে রোজা রাখতেন। (সহিহ বুখারি, হাদিস ঃ ১৯২৬) 

সহবাসের ক্ষেত্রে কিছু নিষিদ্ধতা 

সহবাসের ক্ষেত্রে কিছু নিষিদ্ধতা আছে যা মেনে চলা অনেক গুরুত্বপূর্ণ। স্ত্রী সহবাস হল একটি সওয়াবের কাজ এতে আল্লাহ্‌ তায়ালাও খুশি হন। তবে সহবাসের ক্ষেত্রে কিছু নিষিদ্ধতা আছে। তাহলে চলুন দেরি না করে দেখে নি কি কি নিষিদ্ধতা আছে এই ক্ষেত্রে। 

  • রোজা রেখে দিনের বেলায় সহবাস করা থেকে বিরত থাকতে হবে। আর তাও যদি ভুল বসত হয়ে যায় তাহলে তাকে কাফফারা দিতে হবে। 
  • মেয়েদের মাসিক চলাকালীন সহবাস করা হারাম। এই প্রেক্ষিতে আল্লাহ্‌ তায়ালা বলেন-

"তোমরা মাসিক চলাকালীন স্ত্রী সহবাস বর্জন কর, ততদিন তাদের কাছে সহবাসের জন্য যাবে না যতদিন না তারা পবিত্র হয়। এবং যখন তারা পবিত্র হয় তখন তাদের কাছে সেইভাবে গমন কর, আল্লাহ্‌ তায়ালা যেই ভাবে নির্দেশ প্রদান করেছেন। নিশ্চয়ই আল্লাহ্‌ তায়ালা যারা পবিত্র থাকে তাদের এবং ক্ষমাপার্থীদের পছন্দ করে" 

রমজান-মাসে-স্ত্রী-সহবাস-নিয়ে-হাদিস-কি-বলেছে

  • অসুস্থ অবস্থায় সহবাস করা থেকে দূরে থাকতে হবে। এ অবস্থায় সহবাস করলে অসুখ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
  • পায়ু পথ দিয়ে স্ত্রী সহবাস করা হারাম। মহানবী (সা.) এই বিষয়ে বলেছেন-

"যে ব্যাক্তি পায়ু পথ দিয়ে তার স্ত্রীর সাথে যৌন মিলন করল, মহান আল্লাহ্‌ তায়ালা তার দিকে রহমতের দৃষ্টিতে তাকান না" 

  • হজ্জ, ওমরার ইহরাম করা অবস্থায় সহবাস করা যাবে না। এ সম্পর্কে আল্লাহ্‌ তায়ালা বলেন-

"শাওয়াল, যিলক্কদ এবং যিলহজ্জ মাসে হজ হয়। কেউ যদি এই মাসে হজ করার পরিকল্পনা করে তাহলে সে যেন হজ্জ এর সময় পাপ কাজ, সহবাস, ঝগড়া বিবাদ থেকে বিরত থাকে" 

শেষ কথাঃরমজান মাসে স্ত্রী সহবাস নিয়ে হাদিস কি বলেছে 

প্রিয় পাঠক আজকের আর্টিকেলে আপনাদের সাথে আলোচনা করলাম রমজান মাসে স্ত্রী সহবাস নিয়ে হাদিস কি বলেছে। এবং সহবাস এর দোয়া, কখন সহবাস করতে হবে সব কিছু সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়া আছে। আশা করি এর পরে আপনাদের আর এই বিষয়ে কোনো সমস্যা থাকবে না। আর হাদিসে যে ভাবে বলেছে সেই ভাবে চলার চেষ্টা করবেন এতে আল্লাহ্‌ তায়ালা অনেক খুশি হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

স্বপ্ন বাংলার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url