বাংলাদেশের সেরা হাড় বিশেষজ্ঞ বা অর্থপেডিক ডাক্তারের তালিকা
.webp)
পোস্ট সূচিপত্রঃ বাংলাদেশের সেরা হাড় বিশেষজ্ঞ বা অর্থপেডিক্স ডাক্তারের তালিকা
- বাংলাদেশের সেরা হাড় বিশেষজ্ঞ বা অর্থপেডিক্স ডাক্তারের তালিকা
- প্রফেসর বিগ্রেঃ জেনাঃ (অবঃ) ডাঃ এ কে এম মাসুদ
- অধ্যাপক ডাঃ কর্নেল মোহাম্মাদ আব্দুল কাদের
- রাজশাহীর সেরা ৮ টি অর্থপেডিক্স ডাক্তার
- ঢাকার সেরা ৮ টি অর্থপেডিক্স ডাক্তার
- কোন রোগীর জন্য কোন ডাক্তার
- কখন একজন অর্থপেডিক্স ডাক্তার দেখাতে হবে
- শেষ কথাঃ বাংলাদেশের সেরা হাড় বিশেষজ্ঞ বা অর্থপেডিক ডাক্তারের তালিকা
বাংলাদেশের সেরা হাড় বিশেষজ্ঞ বা অর্থপেডিক্স ডাক্তারের তালিকা
বাংলাদেশের সেরা হাড় বিশেষজ্ঞ বা অর্থপেডিক ডাক্তারের তালিকা, দেওয়ার একটাই কারন অনেক অনেক মানুষ আছে যারা ডাক্তার খুজতে খুজতে হয়রান হয়ে পড়ে কিন্তু সেরা অর্থপেডিক্স ডাক্তার পায় না। তাদের সুবিদারথে আজকের এই পোস্ট। আশা করি আর্টিকেলটি পড়লে আপনি জানতে পারবেন বাংলাদেশের সেরা অর্থপেডিক্স ডাক্তার সম্পর্কে।
হাড় এবং পেশীর নানা সমস্যার জন্য একজন দক্ষ অর্থপেডিক্স ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থপেডিক ডাক্তাররা সাধারনত হাড়ের ফ্যাক্সার, পিঠের ব্যাথা, আরথাইটিক্স এবং অন্যান্য এই রকম সমস্যা নিরাময়ে দক্ষ। সঠিক ডাক্তার নির্বাচনের জন্য সঠিক তথ্য দরকার। আর আশা করি আপনি এই পোস্টে সঠিক তথ্যই পাবেন। একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ আমাদের জন্য অনেক জরুরী।
আরো পড়ুনঃ গর্ভাবস্থায় ডাবের পানির বিশেষ কিছু উপকারিতা ও অপকারিতা
একজন সঠিক ও অভিজ্ঞ ডাক্তারই পারে সঠিক রোগ ধরে সঠিক চিকিৎসা দিয়ে রোগীকে সুস্থ করে তুলতে। বাংলাদেশে এই বিষয়ে অনেক ডাক্তার আছে তবে সেরা কিছু ডাক্তারের তালিকা দেবো আপনাদের। যাতে আপনারা সঠিক ডাক্তারের কাছে গিয়ে সঠিক চিকিৎসা পান। ব্যাথা, আঘাত, হাড় ভাঙ্গা এই সব সমস্যার জন্য অর্থপেডিক ডাক্তারের প্রয়োজন।
প্রফেসর বিগ্রেঃ জেনাঃ (অবঃ) ডাঃ এ কে এম মাসুদ
অর্থপেডিক্স, স্পাইন, ট্রমা এবং হ্যান্ড বিশেষজ্ঞ সার্জন ডাঃ এ কে এম মাসুদ। ইনি বাংলাদেশের সেরা অর্থপেডিক্স ডাক্তারের মধ্যে একজন। এই ডাক্তার পড়াশোনা করেছেন এম বি বি এস (ঢাকা), উচ্চতর ট্রেনিং ভারত হারভাঙ্গা, এম এস (অর্থঃ), পুঙ্গ, বাথ রোগ এবং জোড়া বিশেষজ্ঞ। এই সব রোগের জন্য একজন ভালো ও সঠিক ডাক্তার ডাঃ এ কে এম মাসুদ।
এই ডাক্তার বসেন আম্রড ফোরসেস মেডিকেল কলেজ এবং সি এম এইচ ঢাকা। ডাক্তারের চেম্বারের ঠিকানাঃ রোড নাম্বার ০১, বাড়ি ৫১-৫৪, শাহিবাগ, ব্লকডি, মিরপুর ১২, ঢাকা। আশা করি এই ডাক্তারের সকল জরুরী তথ্য পেয়ে গেছেন। বাংলাদেশের সেরা হাড় বিশেষজ্ঞ ডাক্তারের মধ্যে ইনি একজন বিশেষজ্ঞ।
অধ্যাপক ডাঃ কর্নেল মোহাম্মাদ আব্দুল কাদের
হাঁটু ব্যাথা, কোমর ব্যাথা, সোল্ডার ব্যাথা, হিপ জয়েন্ট, বাত, হাড়, জোড়া বিশেষজ্ঞ ও সার্জন। এই সব সকল রোগের সু চিকিৎসা দিয়ে থাকে অধ্যাপক ডাঃ কর্নেল মোহাম্মাদ আব্দুল কাদের। বাংলাদেশের সেরা অর্থপেডিক্স ডাক্তারের মধ্যে ইনি একজন। আপনার যদি যে কোন ব্যথার সমস্যা থাকে আর যদি সঠিক এবং সু পরামর্শ নিতে চান তাহলে অধ্যাপক ডাঃ কর্নেল মোহাম্মাদ আব্দুল কাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ডাক্তার সম্পর্কে সকল তথ্য জানুন
- এম বি বি এস ঢাকা
- এম এস অর্থসার্জারি
- নিটর পুঙ্গু হসপিটাল
- এফ এসি এস আমেরিকা
- এও বেসিক কোর্স ভারত
- অরথো প্লাস্টি ও বোন টিউমার সি এম সি ভেলর ভারত
- ফেলো পেড্রিয়াটিক অরথোপেডিক্স ভারত
- সি এম এইচ ঢাকা
এক বছরের ফেলোসিপ ট্রেনিং নিয়েছেন ভারতের বিখ্যাত সি এম সি ভেলর হাসপাতাল থেকে। এই ডাক্তারের সাথে যোগাযোগ বা এই ডাক্তারের চেম্বার এর ঠিকানাঃ ঢাকা মিরপুর ১২, শহিদ বাগ, বাড়ি নম্বার ৫১-৫৪, রোড ১/২, ব্লক ডি। জীবনে সুস্থ থাকতে হলে একটা ভালো ডাক্তারের পরামর্শ নেওয়া অতি উত্তম।
রাজশাহীর সেরা ৮ টি অর্থপেডিক্স ডাক্তার
আমরা সেরা ডাক্তার খোজার সময় অনেক হয়রান হয়ে পড়ি। কিন্তু সঠিক ডাক্তারের কোনো সন্ধান পাই না। আজকে আপনাদের এই সমস্যা দূর করার জন্য আমাদের এই পোস্ট। এই বার চলুন দেখি বাংলাদেশের সেরা হাড় বিশেষজ্ঞ বা অর্থপেডিক ডাক্তারের তালিকা রাজশাহী এর মধ্যে সেরা ৮ টি ডাক্তারের নাম।
- ডাঃ মোহাম্মাদ মনজুর রহমান
- অধ্যাপক ডাঃ বি. কে. দাম
- ডাঃ দেবাশিস রায়
- ডাঃ সুব্রত কুমার প্রামানিক
- ডাঃ ওবায়দুল হক
- ডাঃ এম শরীফ উদ্দিন লিটন
- ডাঃ মোহাম্মাদ হাবিবুল হাসান
- ডাঃ মিজানুর রহমান মিজান
এই সব রাজশাহীর সেরা হাড় বিশেষজ্ঞ এবং অর্থপেডিক্স ডাক্তার। এরা হাড় ভেজ্ঞে গেলে তা জোড়া লাগানো এবং নানা প্রকার ব্যাথা যেমন বাথ ব্যাথা, হাঁটুর ব্যাথা, কোমরের ব্যাথা আরো সব সকল ব্যাথার সু চিকিৎসা দিয়ে থাকে। পুরো রাজশাহী বিভাগের মধ্যে নাম করা ডাক্তারের এই তালিকা দেওয়া হয়েছে,। আশা করি যারা রাজশাহীর মধ্যে খুঁজছেন তারা পেয়ে যাবেন।
আরো পড়ুনঃ কোন ভিটামিনের অভাবে শরীর দুর্বল লাগে
ঢাকার সেরা ৮ টি অর্থপেডিক্স ডাক্তার
শুধু রাজশাহী না ঢাকারও সেরা অর্থপেডিক্স ডাক্তারের তালিকা দেওয়া হল যাতে আপনারা যেখানেরই ডাক্তার এর খোজ চান না কেনো সেখানকারই পান। ঢাকার যেই সব অর্থপেডিক্স ডাক্তারের তালিকা দেবো তারাও এই সকল হাড় এর সমস্যা থেকে শুরু করে জটিল ও কঠিন ভাজ্ঞা জোড়া লাগানতে ইস্পেসাল। তাহলে চলুন দেখি
- ডাঃ দানিউল আলাম
- ডাঃ মুস্ফিকুর রহমান চৌধুরী
- ডাঃ শিবাসিষ বসাক
- ডাঃ মইনুল হাসান চিশতী
- ডাঃ মোঃ মজাম্মেল হক বাবু
- সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আলাউদ্দিন
- ডাঃ মোঃ মাহবুবুল হসেন রুবেল
- ডাঃ মাহাবুব আলম খোকন
কোন রোগীর জন্য কোন ডাক্তার
আপনার বাচ্চার জন্য যদি আপনি একজন অর্থপেডিক্স ডাক্তার খোঁজেন তাহলে আপনি খুজুন যারা শিশু বিশেষজ্ঞ তাদের। শিশুদের জন্য আপনারা খোজ করতে পারেন পেডিয়াট্রিক অরথো পেডিক্স। কারন শিশুরা বুঝতে পারে না যে কিভাবে ডাক্তারের কাছে তাদের অসুস্ততার কথা সাজিয়ে বলবে। এতে করে অনেক সময় অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। পেডিয়াট্রিক অর্থপেডিক্স ডাক্তাররা জানে কিভাবে একটি বাচ্চার থেকে সঠিক তথ্য নিতে হয়। এবং সঠিক চিকিৎসা দিতে হয়।
আবার একজন মহিলা মানুষ একজন পুরুষ মানুষের কাছে সব সমস্যার কথা বলতে পারেন না। তাই তিনি খোঁজেন একজন মহিলা অর্থপেডিক্স ডাক্তার। একজন মহিলা মানুষই পারে আরেন জন মহিলা মানুষের সকল সমস্যা বুঝতে। তাই আপনারা ডাক্তার নির্বাচনের আগে একটু দেখে শুনে ডাক্তার নির্বাচন করুন। যেন একজন পুরুষ ডাক্তার হলেও যেন মহিলার সমস্যা ভালো ভাবে বুঝতে পারে।
কখন একজন অর্থপেডিক্স ডাক্তার দেখাতে হবে
আপনি কখন একজন অর্থপেডিক্স ডাক্তার দেখাবেন সেটা হয়তো বুঝে উঠতে পারেন না। এমন সময় হয় আপনি আপনার সমস্যার শেষ সময়ে ডাক্তারের কাছে যান। আপনার শেষ পর্যায়ে না যখন আপনার সমস্যার শুরু হয় তখন আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে। কারন সঠিক সময় সঠিক পদক্ষেপ না নিলে পরবর্তীতে অনেক বড় সমস্যার সৃষ্টি হতে পারে।
.webp)
শেষ কথাঃ বাংলাদেশের সেরা হাড় বিশেষজ্ঞ বা অর্থপেডিক ডাক্তারের তালিকা
আজকে এই আর্টিকেলে আপনাদের সুবিদারথে জানানো হোল বাংলাদেশের সেরা হাড় বিশেষজ্ঞ বা অর্থপেডিক ডাক্তারের তালিকা। এবং কোন ডাক্তার ভালো হবে। কোন ডাক্তার কোথায় বসে কখন বসে সকল তথ্য জানানো আছে আজকের এই আর্টিকেলে। আশা করি আপনি এই আর্টিকেলটি পড়ে অনেক উপকৃত হতে পারছেন। আর আপনার যদি কোনো কাজে আসে এই পোস্ট তাহলে আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন। এবং এই বিষয়ে কিছু জানার থাকলে কমেন্ট করুন।
স্বপ্ন বাংলার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url