কমলার খোসার উপকারিতা ও অপকারিতা

 

সাধারনত সবাই কমলা খাওয়ার উপকারিতা সম্পর্কে জানেন । কিন্তু কমলার খোসা ও যে আমাদের অনেক বড় বড় সমস্যা সমাধান করে সেটা কি জানেন না জানলে জেনে নিন । সাধারনত সবারই জানা কমলাই রয়েছে ভিটামিন সি যা আমাদের শরীরের নানা সমস্যা সমাধান করে থাকে । তেমন কমলার খোসাই ও রয়েছে প্রচুর পরিমান ভিটামিন সি । 


ইমেজ ১


সাধারনত কমলার খেয়ে তার খোসা গুল আমারা ফেলে দিয় । কিন্তু এখন থেকে আর কেউ ফেলে দিবে না কারন কমলার খোসা দিয়ে আপনার অনেক উপকার হবে । 

পোস্ট সুচিপত্রঃকমলার খোসার উপকারিতা ও অপকারিতা

কমলার খোসার উপকারিতা ও অপকারিতা

আমরা কমলা খেয়ে থাকি সাধারনত ভিটামিন সি এর অভাব পুরন করতে । কিন্তু আপনি কি জানেন কমলার খোসাও খাওয়া হয় । আর এতে রয়েছে প্রচুর পরিমান মিনারেল, ফাইবার, অ্যান্টি অক্সিডেণ্ট এবং ভিটামিন সি । কমলার খোসা কলন ক্যান্সার দূর করে । আরো খুস খুসে কাশি, শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর করে থাকে । এবং আরো ত্বক এর জন্য চুল এর জন্য অনেক উপকার এ লাগে । 

কমলার খোসায় রাসায়নিক ও মসলার পরিমান থাকে যা আবার আমাদের ক্ষতি ও করতে পারে । তাই কমলার খোসা খাওয়ার আগে ভাল করে ধুয়ে খেতে হবে বা ব্যাবহার করতে হবে । আর পরিমান মত খাওয়া ভাল । 

উপকারিতাঃ

  • কমলার খোসায় আছে প্রচুর পরিমানে ফাইবার যা পরিপাক ত্নত্র এর ক্রিয়া সঠিক ভাবে পরিচালনা করে।
  • কমলার খোসায় রয়েছে ফাইবার ও পেক্টিন যা শরীরের অতিরিক্ত ওজন ও চর্বি কমাতে সাহায্য করে । 
  • আরো আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা মুখের দূর গন্ধ দূর করে ।
  • কমলার খোসা ত্বক এর প্রাকৃতিক ময়েসচারাইজার হিসাবে কাজ করে । যা ত্বক এ লাবন্যতা ধরে রাখে ।

অপকারিতাঃ

কমলার খোসায় যেমন প্রচুর উপকারিতা আছে তেমন কিছু অপকারিতাও আছে ।

  • অতিরিক্ত কমলার খোসা খেলে আমাদের গ্যাস এর সমস্যা হতে পারে ।
  • অধিক পরিমান কমলার খোসা খেলে আবার হজম এর সমস্যা দেখা দিতে পারে ।
  • কমলায় কীটনাশক ব্যাবহার এর ফলে কমলার খোসায় তা লেগে থাকে তাই অতিরিক্ত কমলার খোসা না খাওয়ায় ভালো ।
  • বেশি পরিমানে কমলার খোসা খেলে পেটে অস্বস্তি ভাব হতে পারে ।

কমলার খোসার ফেস প্যাক 

কমলার খোসার ফেস প্যাক আমাদের মুখের জন্য অনেক উপকারী । ত্বক এর দাগ ছপ, ব্রন, তৈলাক্ত ভাব এবং ত্বক এর লাব্যন্য ধরে রাখার জন্য এই ফেস প্যাক অনেক ভালো কাজ করে ।

সাধারনত ২ ভাবে এই ফেস প্যাক তৈরি করা যায় । যদি আপনি মনে করেন একবারে বানিয়ে রেখে দিবান তাহলে প্রথমে কমলার খোসা শুকিয়ে তার পর তা গুড়ো করে রেখে দিতে পারেন । ফেস প্যাক বানানোর জন্য গুড়ো করা কমলার খোসা ২ চা-চামচ মধু ২ চা-চামচ হাফ চা-চামচ লেবুর রস কফি এবং আপনি চাইলে টক দই ও দিতে পারেন । টক দই না দিলেও সমস্যা নেই । এই সব উপকরন ভাল করে মিশিয়ে মুখে লাগিয়ে ১০/১৫ রেখে দিয়ে খুয়ে ফেললেই হবে ।

আরো পড়ুনঃ কাঁচা বাদাম ভিজিয়ে খাওয়ার উপকারিতা ও অপকারিতা 

আবার আপনি চাইলে  কমলার খোসা একটু পেস্ট করে তার সাথে মধু ২ চা-চামচ হাফ চা-চামচ লেবুর রস ২ চা-চামচ বেসন একত্রে মিশিয়ে মুখে লাগিয়ে ১০/১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন । এই ভাবে সপ্তাহে ২/৩ দিন মুখে লাগালে মুখ এর উজ্যলতা বজায় থাকে ।

কমলার খোসার সিরাম

কমলার খোসার সিরাম মুখের জন্য অনেক বড় ভূমিকা পালন করে । ত্বক এর সৌন্দর্য ধরে রাখে এই কমলার খোসার সিরাম । সিরাম তৈরি তে প্রথমে কমলার খোসা পিষে তার মধ্যে থেকে রস বের করে সেই রস এর মধ্যে ১-২ চা-চামচ মধু ১ চা-চামচ রোজ ওয়াটার ৩-৪ চা-চামচ আলুর রস ২ চা-চামচ লেবুর রস ২ চা-চামচ আলোভেরা জেল দিয়ে ভাল ভাবে মিশিয়ে একটা বতলে রেখে দিন । আর প্রতিদিন রাত এ ঘুমানোর আগে এই সিরাম মুখে স্প্রে করে দিন । মুখে কমলার খোসার সিরাম দিলে যে যে উপকার হয় যেমনঃ

  • ত্বক এর লাবন্যতা বজায় থাকে
  • মুখের ব্রন দূর হয়
  • মুখের তৈলাক্ত ভাব চলে যায়
  • মুখ রুক্ষ শুষ্ক হয় না 

চুলের সমস্যায় কমলার খোসা

বর্তমান সময় এ বেশীর ভাগ মানুষের একই সমস্যা চুল পড়া । অল্প বয়স এ মাথায় টাক পরে যায় । আবার মাথায় ঘা মাথার চামড়া ওঠা নানান সমস্যা । আর কোন চিন্তা নেই এই কমলার খোসা আপনার সকল চিন্তা দূর করে দেবে । একটু কমলার খোসা পানির মধ্যে দিয়ে পানি গরম করে সেই পানি গোসলের আগে মাথায় লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন । এভাবে কিছুদিন ব্যাবহার করলে মাথার চুল পড়া , ঘা এবং মাথার চামড়া ওঠা দূর হবে ।


ইমেজ ২


মুখ ও দাঁত এর সমস্যা সমাধানে

নানা খাবার খাওয়ার জন্য মানুষের মুখে গন্ধ হয়ে থাকে । আর এই মুখের গন্ধ দূর করার জন্য কমলার খোসার জুড়ি মেলা ভার । প্রতিদিন সকালে খালি পেট এ একটু কমলার খোসা চিবিয়ে খেতে হবে । সকালে খাওয়া না হলেও দিনের যে কোন সময় খেলেই হবে । কিন্তু চেষ্টা করবেন সকালে খালি পেট এ খেতে তাহলে কাজ আর একটু ভালো হবে ।

কমলার খোসা চিবিয়ে খেলে দাঁত এর সমস্যা ও সমাধান হয় । দাঁত এর ব্যাথা দাঁত হলুদ হওয়া ইত্যাদি সমস্যার সমাধান হয় । যাদের দাঁত হলুদ তারা একটু কমলার খোসা নিয়ে একটু পানি ছিটিয়ে দিয়ে সেই খোসা দিয়ে দাঁত মাযলে দাতের হলদে ভাব দূর হবে ।

ওজন কমাতে কমলার খোসা

বর্তমান সময়ে ওজন নিয়ে অনেকেই দুশ্চিন্তাই আছে । কিছুতেই বুঝতে পারছে না কি করে ওজন কমাবে । কিন্তু আপনারা জানেন না আপনাদের ফেলে দেওয়া জিনিস দিয়ে আপনাদের ওজন কমবে ।আপনাদের ফেলে দেওয়া কমলার খোসা দিয়ে ওজন কমানো সম্ভব । কমলার খোসায় রয়েছে অসংখ্য পরিমানে ফাইবার ও পেক্টিন যা শরীরের অতিরিক্ত ওজন কমাতে পারে । 

কফ ও পিত্ত সমস্যা সমাধানে 

কফ ও পিত্ত সমস্যা সমাধানে কমলার খোসার গুরুত্ব অপরিসীম । কমলার খোসা ভালো ভাবে ধুয়ে নিয়ে তার হালকা পরল তুলে সেটা কুচি কুচি করে কেটে রঙ চা এর সাথে মিশিয়ে খেতে হবে । তার সাথে আদা, এবং একটু মধু দিলে আরো ভালো হয় । এই ভাবে কমলার খোসা দিয়ে চা বানিয়ে খেলে আশা করা যায় চিরতরে আপনার কফ ও পিত্ত সমস্যার সমাধান হবে । 

রান্নার ক্ষেত্রে 

রান্নার সাধ আর সুগন্ধ আরো বাড়ানোর জন্য রান্নায় কমলার খোসা ব্যাবহার করতে পারেন । কেক, বিস্কেট, ইত্যাদি তৈরি তে কমলার খোসা ব্যাবহার করলে সাধ আরো দিগুন হয়ে যায় । কমলার খোসায় ভিটামিন সি থাকায় এটি সাধ এর পাশাপাশি আমাদের শরীরের ভিটামিন সি এর অভাব ও পূরণ করে থাকে । 

খাবারে সুগন্ধ চড়াতেঃ

খাবারে সুগন্ধ আনতে কমলার খোসা কুচি কুচি করে কেটে প্রতিটা রান্নার মধ্যে ছিটিয়ে দিন আর ম্যাজিক দেখুন রান্নার সাধ আর সুগন্ধ আরো হাজার গুন বেড়ে যাবে । 

রুম ফ্রেশণার হিসেবেঃ

রুমের দুরগন্ধ দূর করতে কমলার খোসা ব্যাবহার করুন । এটি ম্যাজিক এর মতো কাজ করে । কিছু কমলার খোসা নিন আর একটু পানি নিয়ে সেই পানির মধ্যে কমলার খোসা দিয়ে পানি ফুটিয়ে নিন । চাইলে সেই পানির মধ্যে আরো সুগ্নধি যোগ করতে পারেন । তার পর সেই পানি একটু ঠাণ্ডা হলে তার সুগন্ধ পুর বাড়ি তে ছড়িয়ে যাবে । রান্না ঘরের মাছ, মাংসের গন্ধ সব দূর হয়ে যাবে ।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

স্বপ্ন বাংলার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url